বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) চট্টগ্রামের উদ্যোগে গতকাল মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়। পতেঙ্গাস্থ নাবিক আবাসিক এলাকা–২ এ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার চেয়ারম্যান শারমীন এরশাদ প্রধান অতিথি হিসেবে এ সব শীতবস্ত্র বিতরণ করেন। পাশাপাশি এ সংঘের উদ্যোগে কাপ্তাই, পেকুয়া, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, টেকনাফ ও সেন্টমার্টিন দ্বীপের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। ভবিষ্যতেও সংগঠনটির এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ চট্টগ্রাম শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।