নৌবাহিনী পরিচালিত সু্কলের শিক্ষার্থীদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ

| শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত ‘আশার আলো স্কুল’ চট্টগ্রামের নিউমুরিংস্থ ক্যাম্পাসে শহর সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উদ্যোগে বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প ও সুবর্ণ নাগরিক কার্ড (প্রতিবন্ধী ব্যক্তির পরিচয়পত্র) বিতরণ গত ৪ অক্টোবর সম্পন্ন হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। স্কুলে অধ্যয়নরত অটিজম বা অটিজমস্পেকট্রাম ডিজঅর্ডারস, বুদ্ধিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ও বাকশ্রবণ প্রতিবন্ধিতা সম্পন্ন ১৬০ জন প্রতিবন্ধী শিশুদের নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদানের (সুবর্ণ নাগরিক কার্ড) উদ্দেশ্যে এ বিশেষ প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ ক্যাম্প পরিচালিত হয়।

প্রধান অতিথি রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আশার আলো চট্টগ্রাম’ এমন একটি দরদী সমাজ গড়তে চায় যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সম অধিকার, সুযোগ, প্রবেশগম্যতা ও মযার্দা পাবে। বিশেষ অতিথি চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম বলেন, প্রতিবন্ধিতা শনাক্তকরণ ও নিবন্ধন একটি চলমান কার্যক্রম। প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্ট পূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ সময় ঈসা খান নৌ ঘাঁটির কমান্ডিং অফিসার কমোডর মাসুদুল করিম সিদ্দিকী, ‘আশার আলো স্কুল’ চট্টগ্রামের অধ্যক্ষ কমান্ডার সৈয়দা শাহানা ইয়াসমীন (শিক্ষা) বিএন, সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম উপপরিচালক মো. ফরিদুল আলম, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর, ফিল্ড সুপারভাইজার মো. নুরুল ইসলাম, সুজিত কুমার নাথ, শিশু সুরক্ষা সমাজকর্মী মিথেলা হক নোভা, এলএমএ মোস্তাফিজুল ইসলাম, সহকারী শিক্ষক শাকেরা আক্তার, তানিয়া আক্তার, সাগরিকা বর্ধন, ফাতিমা ফেরদৌসি, মোঃ সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চকবাজারে যুবলীগের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধচবিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী স্মারক বক্তৃতা ও বৃত্তি প্রদান ১২ অক্টোবর