নৌবাহিনীর সাবেক প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারার তৈলারদ্বীপ গ্রামের কৃতী সন্তান বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম (৭৩) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)

আজ (শনিবার) যোহর নামাজের পর নৌবাহিনী সদর দপ্তর মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নৌ বাহিনীর সদর দপ্তরের পাশে বনানী সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তিনি কয়েক বছর ধরে নানান শারিরীক জটিলতায় ভুগছিলেন। ১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম তাঁর কর্মজীবনে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশপ্রেম, পেশাদারিত্ব ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে অনবদ্য অবদান রাখেন বলে বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান ও দেশের প্রথম ভাইস এডমিরাল ছিলেন।

তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম১৩ আনোয়ারাকর্ণফুলী আসনের সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছোট ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রীকন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ নৌবাহিনী প্রধানসহ সর্বস্তরের নৌ সদস্যগণ গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেন সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও বিশিষ্টজনেরা গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধএকটি চিঠিতে নৌ পরিবহন সেক্টরে চাঞ্চল্য
পরবর্তী নিবন্ধচকরিয়ার চিংড়িজোনে উৎপাদন বিপর্যয়