নৌবাহিনীর মিসাইল ফায়ারিং হবে ২৯ ও ৩০ ডিসেম্বর

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৫ পূর্বাহ্ণ

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ওই সময় জানমালের নিরাপত্তায় সকল নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উল্লিখিত এলাকায় অবস্থান না করা এবং চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধমানসম্মত শিক্ষার জন্য অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন জরুরি
পরবর্তী নিবন্ধফেইথের আয়োজনে বিনামূল্যে চিকিৎসাসেবা