নৌবাহিনীর জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

কাল সশস্ত্র বাহিনী দিবস

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:১০ পূর্বাহ্ণ

সশস্ত্র বাহিনী দিবস আগামীকাল শুক্রবার। দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ কথা জানানো হয়েছে। খবর বাসসের।

এতে আরও জানানো হয়, ঢাকার সদর ঘাটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রামের নিউ মুরিংয়ের নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনার বিআইডব্লিউটিএ’র লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা আবু বকর, বরিশালের বিআইডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা পদ্মা এবং চাঁদপুরের বিডব্লিউটিএ’র ঘাঁটে বানৌজা অতন্দ্র জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত বিষয়ে সভা
পরবর্তী নিবন্ধসঠিক শিক্ষা পেলে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হওয়া যায়