এক বার দুই বার নয়। চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে টানা তিনবার নৌকা প্রতীক পেয়েছেন মাহফুজুর রহমান মিতা। এমপি নির্বাচিত হয়েছেন দুই বার। সামনে সুযোগ রয়েছে হ্যাটট্রিক করারও।
এজন্য নৌকা প্রতীক পেয়ে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনাকে। আসনটিতে জিতে দলীয় সভাপতি আস্থার প্রতিদান দিতে চান মাহফুজুর রহমান মিতা। তিনি বলেন, আমাদের সন্দ্বীপ ছিল অবহেলিত। শেখ হাসিনার কল্যাণে আজকে সন্দ্বীপ সমৃদ্ধ জনপদের পরিণত হয়েছে। মানুষ প্রধানমন্ত্রীর উন্নয়নে খুশি। আমার বিশ্বাস, সন্দ্বীপের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য। নৌকা সন্দ্বীপে বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাল্লাহ।
তিনি বলেন, সন্দ্বীপবাসীর প্রত্যাশিত প্রার্থী আমি ছিলাম। শেখ হাসিনা জনগণের মনের ভাষা বুঝতে পেরেছেন। তিনি বুঝতে পেরেছেন বলেই আমাকে মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী সম্মান রক্ষা দায়িত্ব আমাদের। আমরা নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে সন্দ্বীপ আসন উপহার দেব।
জনগণ আপনাকে কেন ভোট দেবে এ প্রশ্নের জবাবে মিতা বলেন, প্রথমত জননেত্রী শেখ হাসিনা আমার ওপর রাস্তা রেখেছেন। তিনি আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি প্রতিটা মুহূর্ত সন্দ্বীপবাসীর পাশে ছিলাম। সেজন্য মানুষ নিশ্চয়ই আমাকে ভোট দেবে।