রাউজান পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামার প্রত্যাশায় দলের চার নেতা দলীয় কার্যালয় থেকে মেয়র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল সোমবার পর্যন্ত তাদের তিনজন ফরমের নির্ধারিত চক পূরণ করে দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। অপরজন গতকাল পর্যন্ত জমা দেননি।
মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যে তিনজন ফরম জমা দিয়েছেন তাদের মধ্যে আছেন উপজেলা যুবলীগ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী রানা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য ইয়াছিন মাহমুদ। তবে বর্তমান মেয়র দেবাশীষ পালিতের পক্ষে ফরম সংগ্রহ করা হলেও গতকাল পর্যন্ত তা জমা দেয়া হয়নি।
উল্লেখ্য, রাউজান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাছাই ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি।
এদিকে রাউজান পৌর নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানিয়েছেন, আগামীকাল (আজ) মঙ্গলবার তার অফিস থেকে প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণ শুরু করবেন।