রাঙ্গুনিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী শাহজাহান সিকদার নৌকা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালিয়েছেন। গতকাল বুধবার তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ইছামতি এলাকার সর্বধারণের সাথে নির্বাচনী প্রচারণা করেন। এসময় তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা মার্কায় ভোট দিয়ে রাঙ্গুনিয়া পৌরসভার চলমান উন্নয়ন অব্যাহত রাখার আহবান জানান তিনি। বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা শেষে মরিয়মনগর গাজী রশিদিয়া পাড়া সংলগ্ন চৌরাস্তার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব আকতার হোসেন খাঁনের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, নির্বাচনী প্রধান সমন্বয়ক শামসুল আলম তালুকদার, আহবায়ক আসলাম খাঁন মাস্টার, ওমর ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, জাফর ছালেক সিকদার, এমরুল করিম রাশেদ প্রমুখ। নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন শেখ ফরিদ উদ্দীন চৌধুরী, মুজিবুল হক হিরু, নুর উল্লাহ, ইকবাল হোসাইন, ওমর ফারুক, জসিম উদ্দিন, আবু তাহের, হালিম আবদুল্লাহ, জালাল উদ্দীন, জসিম উদ্দিন, লোকমানুল হক তালুকদার, ওমর ফারুক তালুকদার, মহিউদ্দীন পারভেজ, নিলুফা ইয়ামিন, নাছির উদ্দীন রিয়াজ, দিদারুল আলম, মোর্শেদ তালুকদার, নুরুল আলম, বাবলা তালুকদার, মফিজুর রহমান খাঁন, এম.আর মামুন প্রমুখ।