আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন– নৌকা মানেই বাংলার মানুষের মুক্তি। নৌকাই বাংলার মানুষের ভাগ্য বদল হয়। এই নৌকা নিয়েই আমি যাত্রা শুরু করেছিলাম। আমার জীবন হয়তো একদিন সমাপ্তি হবে। আবার এই যাত্রাপথে নেত্রী নোমান আল মাহমুদকে নৌকা প্রতীক দিয়েছেন। তিনি নতুন পথের যাত্রী।
গতকাল মঙ্গলবার বিকেলে বহদ্দারহাটস্থ আর.বি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, যোগ্যতাই হচ্ছে ক্ষমতার উৎস। এই যোগ্যতাগুণে নোমান আল মাহমুদকে নেত্রী নৌকা প্রতীক দিয়েছেন। এই নৌকাকে আবার উজান ঠেলে এগিয়ে যেতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, আওয়ামী লীগ সবসময় কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করতে জানে। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা থাকলেই জনগণের মঙ্গল হয়। এটাও জানি দেশ বিদেশে গভীর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তিও আমাদের আছে। তাই নৌকার বিজয় সবসময় চলমান থাকবে। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের হারাবার কিছু নেই। আমরা সবসময় বিজয়ের শক্তি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কালুরঘাট সেতু নির্মাণ কার্যক্রম বাস্তবায়নসহ স্থানীয় সমস্যাগুলো সমাধানে যদি নোমান আল মাহমুদ নির্বচিত হন সে ব্যাপারে তিনি অবশ্যই সচেষ্ট থাকবেন।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামন্ডলীর সদস্য শফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
এমপি ওয়াসিকার গণসংযোগ : আগামী ২৭ এপ্রিল অনুষ্ঠেয় চট্টগ্রাম–৮ আসনের উপ–নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে প্রচারণার শেষ দিনে ৪নং চান্দগাঁও ওয়ার্ডে গণসংযোগ করেন আ’লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খাঁন এমপি। তিনি মৌলভীপুকুর পাড়, সাধুর পাড়া, গাবতল এলাকার অলি–গলি হেঁটে ঘরে ঘরে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি বিনীত আহ্বান জানান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমদ, আ’লীগের কেন্দ্রীয় শ্রম উপ–কমিটির সদস্য কে এম শহীদুল কাওসার, আ’লীগের কেন্দীয় অর্থ উপ–কমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, নগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি আব্দুর রশীদ লোকমান প্রমুখ।
চট্টগ্রাম ক্রীড়া সংস্থা : এদিকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর নোমান আল মাহমুদের সমর্থনে গতকাল প্রচারণায় নামেন চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা। এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই প্রচারণায় অংশ নেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলি আব্বাস, সাধারণ সম্পাদক ড. সিরাজুদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল অইসলাম, মশিউর রহমান চৌধুরী, কোসাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাশেম, ওয়াহিদ দুলাল, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নাসির মিয়া, সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর নুরুন্নবী লিটন সহ জেলা ক্রীড়া সংস্থা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।












