কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় মাছ শিকারে যাওয়া দুইটি নৌকাসহ ৯ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত এখনো ফেরত আসেনি।বৃহস্পতিবার সকাল ৮টার সময় টেকনাফের শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে।
এ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর। ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক। জানিয়েছেন শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর। ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।
আব্দুল গফুর জানান, মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় চারটি নৌকাকে ধাওয়া করে আরকান আর্মি। এরমধ্যে দুটি নৌকা পালিয়ে আসতে সক্ষম হলেও বাকি দুটি নৌকাকে ধরে ফেলে তারা। ওই দুই নৌকায় মধ্যে ৯ জেলে ছিল। এ ঘটনায় ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি।












