সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের উদ্যেগে মতবিনিয় সভা সংগঠনের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈম উদ্দিন চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী, ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ও নুর নবী লিটন, শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম চৌধুরী, কোস্টারহ্যাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি জেবল হক। আরো বক্তব্য রাখেন শাহজাহান, জলিল মেম্বার, চান মিয়া, বেলাল হোসেন। সঞ্চালনায় ছিলেন জেড আর চৌধুরী বাবু। সভায় প্রধান অতিথি নৌকার পক্ষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে নৌকার পক্ষে একটি মিছিল নিয়ে কাস্টম মোড় প্রদক্ষিণ করা হয়।