চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২৭ জন। গত ২০ মার্চ থেকে ২২ মার্চ তিনদিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭জন মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন। চট্টগ্রামের কোনো আসনে এই যাবতকালে এত প্রার্থী দল থেকে মনোনয়ন চাননি। তবে এই ২৭ প্রার্থীর মধ্যে কার ভাগ্যে চট্টগ্রাম–৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন জুটছে, কে হচ্ছেন এই আসনের নৌকার মাঝি তা জানা যাবে আজ।
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ ২৫ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সভায় সভাপতিত্ব
করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
চট্টগ্রাম–৮ আসনে মনোনয়ন চেয়েছেন যারা : চট্টগ্রাম–৮ আসনে যে ২৭ নেতাকর্মী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তারা হলেন– চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, এই আসনের সদ্য প্রয়াত সাংসদ ও
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সহধর্মিনী শিরিন আহমদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, প্রয়াত সংসদ সদস্য মঈনুুদ্দিন খান বাদলের সহধর্মিনী সেলিনা খান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যকারী সদস্য–তরুণ শিল্প উদ্যোক্তা প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কৃষাণ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সুজন, ব্যারিস্টার
মোহাম্মদ মনোয়ার হোসেন, শিল্পপতি সুকুমার চৌধুরী, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ডা. আহমেদ ফয়সাল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির
সাবেক সদস্য, ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মো. আরশেদুল আলম বাচ্চু, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি সাইফুদ্দিন আহমেদ রবি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, ৩নং পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.
এমরান, আশেক রসুল খান, এস এম কফিল উদ্দিন, মোহাম্মদ খোরশেদ আলম, মো. সাইফুল ইসলাম, এটিএম আলী রিয়াজ খান, মোহাম্মদ জাহেদুল হক, জহুর চৌধুরী, মোহাম্মদ মনছুর আলম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক মো. মাহবুব রহমান, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য কফিল
উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ এ নুরুল ইসলাম।
এই আসনে ভোট গ্রহণ : গত ২২ ফেব্রুয়ারি চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। মনোনয়নপত্র দাখিলের
শেষ সময় ২৭ মার্চ। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২৯ মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার ৫এপ্রিল। প্রতীক বরাদ্দ করা হবে ৬এপ্রিল। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান।
মোট ভোটার সংখ্যা : চট্টগ্রাম–৮ আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম গোমদনন্ডী, পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার
৯৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও মহিলা ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। বোয়ালখালী উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশের সভাপতি মাঈনুদ্দিন খান বাদলের মৃত্যুর পর ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।
৩ বছরের মতো তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর গত ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে আবারো এই আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।