নৌকার বিরোধিতা করলে কপালে শনি আছে

চকরিয়ায় কর্মী সভায় আমিনুল ইসলাম

| শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, তলাবিহীন ঝুড়ির উপাধি পাওয়া বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে। গতকাল শুক্রবার চকরিয়া বিজয় মঞ্চ চত্বরে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। খবর বাংলানিউজের।
আমিনুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন সাফল্যের সূত্রধরে আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের কাজ করতে হবে। তিনি বলেন, চকরিয়া পৌর নিবার্চনে মেয়র প্রার্থী আলমগীর চৌধুরী সরাসারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। দল যাছাই-বাছাই করে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে তাকে মনোনয়ন দিয়েছে। কাজেই আওয়ামী লীগের রাজনীতি করলে নৌকার জন্য কাজ করতে হবে। শেখ হাসিনার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বার্তা তুলে ধরে বলেন, আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নিবার্চনে যারা নৌকার বিরোধীতা করছেন, বা করবেন, প্রমাণিত হলে তাদের কপালে শনির দশা আছে। অতীতে বিদ্রোহীদের ক্ষমা করা হলেও ভবিষ্যতে দল কাউকে ছাড় দেবে না। তাতে হারাতে হবে সব ধরনের পদ-পদবি। তাই আসুন সবাই নৌকার পক্ষে কাজ করি। গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও জামাল উদ্দিন জয়নালের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট সিরাজুল মোস্তাফা।

পূর্ববর্তী নিবন্ধদুটি ছোরাসহ ছিনতাইকারী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআজ প্রথম আন্তঃকলেজ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল