‘নৌকার বিজয়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে’

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেন, নৌকা আওয়ামী লীগের প্রতীক, শেখ হাসিনার প্রতীক। নির্বাচনের ফলাফল নিশ্চিত হওয়া পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। বিএনপি জামায়াত যেন নাশকতা বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে সজাগ থাকবে হবে সবাইকে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে রক্ত দিয়ে ইতিহাসে নিজেদের নাম লিখেছেন ছাত্রলীগের গর্বিত নেতাকর্মীরা। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি চকবাজার, পাঁচলাইশ ও বায়েজিদ থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর গোলপাহাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে কর্মসূচিতে ছিল- বেলুন উড়ানো, আলোচনা সভা ও শোভাযাত্রা। মিনহাজুল আবেদীন সানির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, আবুল বশর, এস এ মোহাম্মদ আলী, জেলা শিল্পকলা একাডেমির নব নির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, আমিরুল ইসলাম শাহানুর, রফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজে শান্তি প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা অনন্য
পরবর্তী নিবন্ধচবির সেরা ফিচার রিপোর্টার আজাদীর ইমাম ইমু