আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীর সমর্থনে বিভিন্নস্থানে গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছে ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসব প্রচারণায় আগামী ২৭ জানুয়ারি গণজোয়ার সৃষ্টি করে নৌকার প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়।
দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ : গত মঙ্গলবার মিয়া খান নগর ময়দার মিলস্থ দলীয় কার্যালয় থেকে দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের প্রচারণা শুরু হয়ে বৌ-বাজার গিয়ে শেষ হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল আজিম নুরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদ, গোলাম রব্বানী মনি, হাজী বেলাল, এডভোকেট জি এম জাহেদ, আনিসুর রহমান, মোর্শেদ আলী, এন কে আলম সাজ্জাদ, জাবেদ হোসেন, মো. নাজের উদ্দিন, মো. ইয়াছিন, গাজী আবদৃল মান্নান, পেয়ার মোহাম্মদ, লিটন দাশ, আবু বক্কর হারুন, মিজান চৌধুরী, রিয়াজ উদ্দিন মাসৃদ, মোঃ আবছার, সাদিব, মৃকিত, আসাদুজ্জামান রুবেল, জাহাঙ্গীর আলম।