বিএন স্কুল ও কলেজ নৌ কাব স্কাউট গ্রুপের নবাগত কাব স্কাউটদের দীক্ষা গ্রহণ গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএন স্কুল ও কলেজ এর কো-অর্ডিনেটর ও সিনিয়র শিক্ষিকা শাহানাজ বেগম। ইউনিট লিডার ছিলেন রমা বড়ুয়া। উপস্থিত ছিলেন সহ. নৌকাব স্কাউট ইউনিট লিডার লিয়াকত হোসেন , সহ. নৌকাব স্কাউট লিডার এন এ রুবেলসহ স্কুলের শিক্ষক, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাব স্কাউটরা আগামি দিনের ভবিষ্যৎ। তারা দেশ ও জাতি গড়ার কাজে বিশেষ ভূমিকা রাখবে। স্কাউটদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে গড়া তোলাই হবে আমাদের প্রধান কাজ। প্রেস বিজ্ঞপ্তি।