দেশের প্রথম মাল্টিপ্লেঙ ‘স্টার সিনেপ্লেঙ’ পথচলার ১৭ বছরে পূর্ণ করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল শুক্রবার সিনেপ্লেঙের নতুন শাখায় ‘জেমস বন্ড’ সিরিজের নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। খবর বাংলানিউজের।
একই সঙ্গে সিনেপ্লেঙের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে জাঁকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে থাকছে স্টার সিনেপ্লেঙ মিরপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন, কেক কাটা ও রেড কার্পেট ফটোসেশন।
সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেঙের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ।
১৭ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টার সিনেপ্লেঙের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, স্টার সিনেপ্লেঙ আজ এ পর্যায়ে এসে পৌঁছেছে দর্শকদের ভালোবাসায়। পথচলার শুরু থেকে দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। শুধু বিদেশি সিনেমার উপর নির্ভরতা নয়, আমরা চাই আমাদের দেশে ভালো ভালো সিনেমা নির্মিত হোক।