নোয়ারবিলা কাদেরিয়া মাদ্রাসায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা কাদেরিয়া আদর্শ দাখিল মাদরাসায় অভিভাবক সম্মেলন এবং প্রাক্তন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান গত ১৩ আগস্ট সম্পন্ন হয়েছে। মাদরাসার প্রাক্তন ছাত্র মু. রেজাউল করিম সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ায় মাদ্রাসা মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। মাদ্রাসা সুপার মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাজাহান। বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মন্নান, মাস্টার আমির হোসাইন, প্রাক্তন ছাত্র শোয়াইবুল ইসলাম, মু. রেজাউল করিম সোহাগ প্রমুখ। উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা মহিউদ্দিন, মাস্টার ছিদ্দিক আহমদ, মাস্টার আখতার ফারুক, মাস্টার মৃনাল কান্তি নাথ, মাওলানা আশরাফ আলী, মাওলানা মাহমুদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা লিয়াকত আলী। সংবর্ধিত অতিথি মু. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, কাদেরিয়া মাদ্রাসা আমার শিক্ষা জীবনের বীজ বপন করেছে। শিক্ষকরা পরম মমতায় ভিত্তি গড়ে দিয়েছেন বলে আজ এই পর্যন্ত আসতে পেরেছি। তিনি মাদরাসা শিক্ষার্থীদেরকে হীনম্মন্যতায় না ভুগে পড়ালেখায় মনোনিবেশ করার জন্য উদ্বুদ্ধ করে বলেন, অতি মাত্রায় স্মার্টফোন ব্যবহার থেকে নিজেকে বিরত থাকতে হবে। পাঠ্য পুস্তকের পাশাপাশি এঙট্রা কারিকুলাম একটিভিটির দিকে মনোযোগী হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধসিএসএ’র ফ্রি বাস সার্ভিস