নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় ৯১ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ১১:৩৪ পূর্বাহ্ণ

‘পেরিয়ে এসেছি সুদীর্ঘকাল, মিলন মেলায় আনবো সকাল’ এই স্লোগান বুকে ধারণ করে দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের ছাত্র-ছাত্রী ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের পুনর্মিলনী ও সম্মননা প্রদান অনুষ্ঠান সম্প্রতি নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ৯১ ব্যাচের উপদেষ্টা মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৯১ ব্যাচ এর প্রধান উপদেষ্টা মো. জানে আলম। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার চৌধুরী, অমর কৃষ্ণ বোষ, প্রদ্যুৎ কুমার সেনগুপ্ত, সুনীল কান্তি বিশ্বাস, সুভাষ চন্দ্র বৈদ্য, সবুজ কান্তি বড়ুয়া, মিসেস নিতি চৌধুরী, স্বপন কান্তি বড়ুয়া, সিরাজুল হক, মিন্টু কুমার নন্দী, লক্ষী রাণী চৌধুরী, আবুল ফয়েজ, খবির উদ্দিন । অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক আবদুস সৈয়দ (মরণোত্তর), প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম কায়কোবাদ চৌধুরী (মরণোত্তর), সিনিয়র শিক্ষক অনিল কান্তি বড়ুয়াকে (মরণোত্তর) এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আবদুস সৈয়দ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোক্ষদা রঞ্জন রায়সহ প্রয়াত শিক্ষকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সুজিত দাশ, বিলকিছ আকতার, আজাদ হোসেন বাবর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎপল বড়ুয়া। এছাড়া ‘৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের মধ্যে প্রবাসীগণ অনলাইনে এবং দেশে যারা আছে সকলের অংশগ্রহণে করোনাকলীন সময়ে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে কেক কাটা হয়। শিক্ষকবৃন্দ এস.এস.সি-৯১ ব্যাচসহ নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উত্তোরত্তর সাফল্য কামনা করে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকণ্ঠশিল্পী জনি হত্যার প্রতিবাদে সভা
পরবর্তী নিবন্ধআনোয়ারায় চোলাই মদসহ ৩ সিএনজি চালক গ্রেপ্তার