দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় গতকাল শুক্রবার প্রয়াত শান্তি রাম দাসের স্মরণে পরিবারের পক্ষে আয়োজন করা হয়েছিল পাঁচশ’ মানুষের ভোজ। সরকারিভাবে নিষেধ রয়েছে বড় পরিসরে এ ধরনের ভোজ আয়োজন অথবা জনসমাবেশ না করার। আইন না মেনে সকাল থেকে দলে দলে যোগদান করছিল এ আয়োজনে। সারি সারি টেবিল সাজিয়ে চলছিল অতিথি আপ্যায়ন।
এমন সংবাদ পেয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ওই আয়োজন দ্রুত বন্ধ করতে ফোনে নির্দেশ দেন থানা পুলিশ ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়াকে। নির্দেশ পেয়ে সেখানে ছুটে যান বাবুল মিয়াসহ পুলিশ দল। আয়োজকগণ জনপ্রতিনিধি ও পুলিশ দেখে তড়িগড়ি করে ভোজ আয়োজন বন্ধ করে দিয়ে লকডাউনের মাঝে এ ধরনের ভোজ আয়োজন করায় দুঃখ প্রকাশ করে খাবার পরিবেশন বন্ধ করে দেন। এরপর একে এক করে চলে যান অতিথিরা।