রাউজানে নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান বাবুল মিয়াকে (৪৫) গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াপাড়া পথের হাটে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। বক্তব্য রাখেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, বশির উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার, আব্বাস উদ্দিন আহমদ, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নিজাম উদ্দিন আহমদ চৌধুরী, মোহাম্মদ রোকন উদ্দিন, নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ আওয়ামীলীগ,যুবলীগ ছাত্রলীগ নেতবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে চেয়ারম্যান বাবুলকে হত্যা চেষ্টা করেছিল সন্ত্রাসীরা। তারা শান্তির রাউজানকে অশান্ত করার চেষ্টা করেছিল। অবিলম্বে হামলাকারীদের ধরতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।
গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বাবুল মিয়া একটি সামাজিক অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য গুলি করে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি প্রাণে বেঁচে যান। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি নাম্বারবিহীন সিএনজি আটোরিকশা ফেলে যায়। এই ঘটনার পর রাতে স্থানীয় জনসাধারণ ও দলীয় নেতাকর্মীরা কাপ্তাই সড়কে এসে বিক্ষোভ করে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা চেষ্টার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।