নোয়াপাড়ার সেই ‘চিকিৎসক’ আবার গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:২৮ পূর্বাহ্ণ

রাউজানে এমবিবিএস ডাক্তার পরিচয়ে দীর্ঘ সময় ধরে প্রতারণা করে আসা এক ভুয়া চিকিৎসককে আবার গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আবুল কাসেমের পুত্র। স্থানীয়রা জানিয়েছেন, ২০০৩ সালে এবং তিন বছর আগেও প্রতারণার অভিযোগে তাকে আরো দুই দফায় পুলিশ আটক করেছিল। জামিনে এসে তিনি বার বার চেম্বার সাজিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন।
গতকাল সোমবার বিকেল ৪টায় নোয়াপাড়া পথের হাটস্থ স্কুল মার্কেটের নিজের চেম্বার থেকে তাকে আটক করে পুলিশ। তার চেম্বারের সামনে ও ভেতরে এম. বি.বি.এস, পি.জি.টি এবং শিশু ও মেডিসিন সার্জারি, জেনারেল ফিজিসিয়ান সাইন বোর্ড টাঙানো ছিল। পুলিশ তার চেম্বারে এমবিবিএস ডাক্তার পরিচয় সম্বলিত বিভিন্ন আলামতের প্রমাণ প্রায়। এসময় চিকিৎসা ব্যবস্থাপত্রের প্যাড ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া) আনোয়ার হোসেন শামীম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন কলেছেন তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধভূমি জালিয়াতি-হয়রানি রোধে আইন হচ্ছে
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসে সপ্তাহে মৃত্যু লাখ ছাড়াতে পারে : ডব্লিউএইচও