রাউজান প্রতিনিধি : দক্ষিণ রাউজানের ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের প্রবীণ চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব দিদারুল আলম ইন্তেকাল(ইন্নালিল্লাহে–রাজেউন)করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ১ ছেলে, ৬ মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা দুটায় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল প্রমুখ।