রাউজান নোয়াজিশপুর নতুন হাট বাজারে ব্যবসায়ীদের এক সমাবেশে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বিশ্ব পরিস্থিতির কারণে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে। তিনি ব্যবসায়ীদের উদেশ্যে বলেন, বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে কেউ যেন অধিক মুনাফার চেষ্টা না করে। একই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে কাউকেও ছাড় দেয়া হবে না।
গত সোমবার তিনি ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নতুন হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার্দি সিকদার। জিয়াউর রহমান ও সওকত ওসমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, ডা. সাহাবুদ্দিন, আনোয়ার ইসলাম, ইলিয়াছ চৌধুরী, মাস্টার ফিরোজ আহমদ চৌধুরী।












