নোয়াজিশপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, বিশ্ব এখন কঠিন সময় অতিক্রম করছে। করোনা মহামারি মোকাবেলা উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে সেখানে অল্লাহর অশেষ মেহেরবানিতে জননেত্রী শেখ হাসিনা সময়মত আমাদের দেশে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেয়ায় আমাদের মানুষ অনেকখানি নিরাপদে রয়েছে। গত বুধবার নোয়াজিশপুর ইউনিয়নে নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করে এই অভিমত ব্যক্ত করেন তিনি। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ছোট পরিসরে আয়োজিত এই উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার। ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সায়েমুর রহমান রিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আলমগীর পারভেজ, ডা. ফজল করিম বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. নুর আলম দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী, ফরিদুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেওয়ানবাজার ওয়ার্ড আ. লীগ খ ইউনিটের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী বাঁচলে দেশ বাঁচবে : মেয়র