নোয়াজিশপুরে সুইস প্রতিনিধিদল সিমস প্রকল্প পরিদর্শন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

রাউজানে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশনের একটি প্রতিনিধিদল নোয়াজিশপুর ইউনিয়ন পরিদর্শন করেন। ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার তাদের স্বাগত জানান। প্রতিনিধিদলটি তাদের অর্থ সহায়তায় পরিচালিত ‘সিমস’ প্রকল্প পরিদর্শন করেন। পরে ইউনিয়ন পরিষদ মিলানাতনে এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান সরোয়ার্দ্দি। সভায় ভার্চ্যুায়ালি যোগদিয়ে প্রতিনিধি দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। প্রতিনিধি দলটি অভিবাসন বিষয়ক, বিচারপ্রার্থী ও বিভিন্ন সেবা প্রার্থীদের সাথেও কথা বলেন। পরে গহিরা ইউনিয়নে সম্ভাব্য বিদেশগামীদের নিয়ে আয়োজিত এক প্রাকপ্রশিক্ষণ ক্যাম্প পর্যবেক্ষণ করেন।

এ সময় হেলভেটাস বাংলাদেশএর সিমস প্রকল্প পরিচালক আবুল বাশার, প্রত্যাশী পরিচালক সৈয়দ শহীদ উদ্দিন, হেলভেটাস বাংলাদেশের ন্যাশনাল মাইগ্রেশান এক্সপার্ট এবিএম ফরহাদ আল করিম, প্রত্যাশী সিমস প্রজেক্ট ম্যানেজার সূফি মনি সহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ এবং ইউনিয়ন পরিষদ সদস্যবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমানবিক উত্তর ফটিকছড়ির সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধবন্দর চেয়ারম্যানের সাথে শিপিং এজেন্টস এসোসিয়েশন নেতৃবৃন্দের সাক্ষাৎ