নোয়াখালীতে মন্দিরে হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ দাবি করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। গত শুক্রবারের হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি মন্দির গতকাল রোববার দুপুরে পরিদর্শন করে এই প্রবীণ আইনজীবী। খবর বিডিনিউজের।
তিনি বলেন, ব্যর্থতার দায় স্বীকার করে আমরা এই নোয়াখালীর ডিসি এবং এসপির অনতিবিলম্বে অপসারণ দাবি করছি। তিনি হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত মঠ-মন্দিরগুলো পুনরায় নির্মাণ করে দেওয়ারও দাবি জানান সরকারের কাছে। সেই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন রানা দাশগুপ্ত।
তিনি আরও বলেন, কুমিল্লার ঘটনার পর প্রধানমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম। প্রধানমন্ত্রী বলেছিলেন, সাম্প্রদায়িক শক্তিকে ছাড় দেওয়া হবে না। কিন্তু দুঃখের সঙ্গে লক্ষ করলাম, পরদিনই চৌমুহনীতে, চট্টগ্রামে হামলা ও তাণ্ডবলীলা চালানো হলো।