দেশের ছয় দৈনিককে সম্মাননা দিয়েছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। ৫০ বছর পেরোনো চারটি ও ২৫ বছর পেরোনো দুটি সংবাদপত্রকে গত ১ জুন এ সম্মাননা দেয়া হয়। এর মধ্যে ৫০ বছর পেরোনো চার সংবাদপত্র হলো সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক আজাদী ও দৈনিক পূর্বাঞ্চল। ২৫ বছর পেরোনো দুই সংবাদপত্র হলো মানবজমিন ও প্রথম আলো। দৈনিক আজাদীর পক্ষে নির্বাহী সম্পাদক শিহাব মালেক এ সম্মাননা গ্রহণ করেন।