নোয়াপাড়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

রাউজান প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশে বক্তারা বলেছেন, ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হয় কলেজের উদ্দেশ্যে। তারা ক্লাসে বসছে কিনা সেই খবরাখবর শিক্ষক অভিভাবকদের যার যার অবস্থান থেকে রাখতে হবে। গত ২৭ নভেম্বর এই সমাবেশ এর পাশাপাশি শিক্ষার্থীদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালন করা হয়।

কলেজের অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সৈয়দ মোহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য মোহাম্মদ শামসুল হক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার মোহাম্মদ হারুন আল রশিদ, মোহাম্মদ নুরুল আবসার, মোহাম্মদ কাইসার আলী, মোহাম্মদ আনিসুল হক চৌধুরী, মোহাম্মদ আমিন সিকদার। অভিভাবক সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

উপস্থিত ছিলেন প্রভাষক শেখ বিবি কাউছার, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, সহকারী অধ্যাপক আহমেদ হোসাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ ইসকান্দর আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে অসহায়দের মাঝে হাঁস ও ওষুধ সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সমন্বয় সভা