নোয়াপাড়ায় হাইস নিয়ে সন্দেহজনক ঘোরাঘুরি আটক ১৪, রোল ও চাকু উদ্ধার

রাউজান প্রতিনিধি | শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়ায় হাইস গাড়িতে (চট্টমেট্রো১১৬২১৪) করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ১৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কমলার দীঘি এলাকা থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ আরোহীদের জিজ্ঞাসাবাদ করে। কথাবার্তা অসংলগ্ন দেখে গাড়িতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে একাধিক কসটেপের রোল ও চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, মো. ইমন (২২), আল কাদের শরীফ (১৮), শহিদুল ইসলাম সাকিব (২৯), সাইফুল ইসলাম সাকিব (২১), সুজিবুর রহমান খান (২০), মো. সোহেল (২৪), মো. মোরশেদ (২৫), মো. হামজার আলী (৩২), মো. মহিউদ্দিন (২৮), মো. শওকত আলম (২১), আবু সিদ্দিক (৩৬), আবদুল হালেক (৪০). সেলিম উদ্দিন খান (২৫), সোহল (২৫)। তারা সকলেই পটিয়া উপজেলার বাসিন্দা।স্থানীয় চেয়ারম্যান বাবুল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি গাড়ি ভেতর থেকে চাকু ও কসটেপের রোল উদ্ধার করেছে পুলিশ।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই টুটুন মজুদার বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রহস্য উদঘাটন হলে বিস্তারিত জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী
পরবর্তী নিবন্ধগ্রামীণ কল্যাণের মুনাফা : শ্রম আপিল ট্রাইব্যুনালের রায় বাতিল