নোয়াপাড়ায় সন্ত্রাস চাঁদাবজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:২৩ অপরাহ্ণ

রাউজানে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াপাড়া পথেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রসমাজ। গতকাল বুধবার নোয়াপাড়া পথেরহাট বাজারে কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্যবসায়ী কামাল উদ্দিন। তিনি বলেন, সন্ত্রাসী চাঁদাবাজরা বিভিন্ন কৌশলে তাদের তৎপরতা চালাচ্ছে। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় বিভিন্ন স্লোগান নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রসমাজের পক্ষে আয়াতউল্লাহ মুরাদ, মো. হাসান, মাহি, হাসনাতুল, সাকিব, প্রানতোষ, কামরুল, সীমান্ত।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২০৫ বৈধ অস্ত্রের মধ্যে জমা মাত্র ১০৬টি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আদর্শ শিক্ষক ফেডারেশনের সমাবেশ