নোয়াপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে ৪ কিলোমিটার রাস্তা উন্নয়ন

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:৩২ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াপাড়া ইউনিয়নে একটি বিধ্বস্ত রাস্তা আরসিসি ঢালাই করার মাধ্যমে উন্নয়ন করে দিচ্ছেন এক ব্যক্তি। তিনি কাপ্তাই সড়ক সংযোগ কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তা উন্নয়নে খরচ করছেন ১২ কোটি টাকা। রাস্তার উন্নয়নে অবদান রাখছেন সামমহালদার পাড়ার প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি তার মাবাবার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ব্যানারে কাজটি করেছেন।

জানা যায়, রাস্তাটি যেসব স্থানে সংকোচিত ছিল সেসব স্থানে ১৭ থেকে ২১ ফুট পর্যন্ত প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী টেকসই করতে দুপাশে নির্মাণ করা হচ্ছে প্রতিরক্ষা দেয়াল। উন্নয়নে অবদান রাখা ব্যক্তির বড় ভাই মুহাম্মদ রফিক বলেছেন, জননিরাপত্তায় পুরো রাস্তা জুড়ে বসানো হবে সড়ক বাতি, কিছুকিছু এলাকায় বসানো হবে ক্লোজ সার্কিট ক্যামরা। এসব কাজের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তার প্রবাসী ভাই।

গতকাল বুধবার কচুখাইন গ্রাম থেকে ঢালাই কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কাজের উদ্যোক্তা জসিম উদ্দিনের বড় ভাই মুহাম্মদ রফিক।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি গঠন
পরবর্তী নিবন্ধটেকনাফ সমিতির শিক্ষাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা