নোয়াপাড়ায় পৌরসভা, দক্ষিণ রাউজানে থানা করা হবে

পথেরহাটে জনসমাবেশে গিয়াস কাদের

রাউজান প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৪২ পূর্বাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, যদি সুযোগ হয় দক্ষিণ রাউজানে একটি থানা ও নোয়াপাড়ায় পৌরসভা করা হবে। রাউজানকে সকলের জন্য নিরাপদ রাখতে সন্ত্রাসচাঁদাবাজদের বিরুদ্ধে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে।

তিনি গতকাল শনিবার বিকালে নোয়াপাড়া পথেরহাটে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, . মোহাম্মদ ইউনূস চট্টগ্রামবাসীর গর্বিত সন্তান। তিনি প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব পালন করায় আমি ব্যক্তিগতভাবে খুশি।

পথেরহাট চত্বরে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছোটন আজমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, বিএনপি নেতা ফিরোজ আহমেদ। প্রধান বক্তা ছিলেন প্রবাসী বিএনপি নেতা জসিম উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মো. সরাফত আলী, নুরুল আফসার, সৈয়দ মঞ্জুল হক, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ তালুকদার, এডভোকেট মোহাম্মদ হাশেম, এডভোকেট তাজুল ইসলাম, শেখ মোহাম্মদ জসিম উদ্দিন, কাজী আবুল বাশার, আরফাত হোসেন রানা, হাফেজ মোহাম্মদ হাশেম, এস এম ইউসুফ, মোহাম্মদ এনামুল্লাহ, মো. হারুন, মমিনুল হক, নুরুল আলম, মোজাহিল ইসলাম, শফিউল আজম, জানে আলম সিকদার, মোহাম্মদ আব্দুল সবুর, আবুল কাশেম রানা, মোহাম্মদ ফোরকান, সেলিম উদ্দিন, ইশতিয়া চৌধুরী অভি, শাহাদাত মির্জা, শাহজাহান সাহিল, দিদারুল আলম, আজম আলী, মাহাবুর আলম, ইয়াসিন আরাফাত, জাহেদ আরাফাত নয়ন, গিয়াস উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রবীর মিত্র
পরবর্তী নিবন্ধখেজুর রস : রাঙ্গুনিয়ার সেই খ্যাতি আর নেই