নোয়াজিশপুরে চার বসতঘর পুড়ে ছাই

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

রাউজানের নোয়াজিষপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফহেত নগর গ্রামে আলী মোহাম্মদ সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে একে একে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দল।

তারা বাড়ির অন্যান্য ঘর রক্ষা করলেও পাড়ার মো. শাহ আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ করিম এবং মোহাম্মদ রফিকের বসতঘর রক্ষা করতে পারেনি। ক্ষতিগ্রস্তদের দাবি পুড়ে যাওয়া ঘরের নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আশপাশের বহু বসতঘর রক্ষা করতে সক্ষম হয়েছি। স্থানীয় চেয়ারম্যান সরোয়ার্দ্দি সিকদার বলেছেন আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য,প্রয়োজনীয় জিনিষপত্র দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা এড়াতে ট্রেনে বসছে সিসি ক্যামেরা
পরবর্তী নিবন্ধঅপরাধী যে দলের হোক কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না