নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ লাইনে কাজ করার সময় চন্দনাইশের যুবকের মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

নোয়াখালীর মাইজদীতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের মো. ইব্রাহিম (২২) নামে পল্লী বিদ্যুতের লাইনম্যান মারা গেছে। তিনি উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খুনিয়ারপাড়ার হারুনুর রশিদের ছেলে।

জানা যায়, গতকাল সোমবার বিকেলে নোয়াখালী পল্লী বিদ্যুতের লাইন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় সংস্কার কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ইব্রাহিম। সে ইলেক্টিক্যালে ডিপ্লোমা পাশ করে ২ বছর পূর্বে চাকরী নিয়ে নোয়াখালীর মাইজদী পল্লী বিদ্যুৎ অফিসে যোগদান করে।

মো. ইব্রাহিমের বন্ধু মইনুল হাসান দিপু জানান, ইব্রাহিম গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল।

মোবাইলে খবর পেয়ে তার পরিবারের সদস্যরা ইব্রাহিমের লাশ আনার জন্য নোয়াখালী রওনা দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ইব্রাহিমের বড় ভাই মো. ইসমাইল।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ১১ জেলার ১১৯৩ মোবাইল টাওয়ার অচল, বেশি ফেনীতে
পরবর্তী নিবন্ধস্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : শাহাদাত