চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেছেন, নারীর ক্ষমতায়নে যে অগ্রযাত্রা সূচিত হয়েছে তার ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকের বিকল্প নেই। চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নোমান আল মাহমুদ একজন সমাজ হিতৈষী পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে বিজয়ী করা নারী সমাজের একটি আর্ত–সামাজিক কর্তব্য। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চান্দগাঁওস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন।
এ সময় নোমান আল মাহমুদ বলেন, নারী সমাজ মোট জনগোষ্ঠীর অর্ধেকাংশ। তারা উন্নয়নের সহযাত্রী। তাদেরকে অগ্রাধিকার দিতে হবে সকল ক্ষেত্রে। আমি মা বোন কন্যাদের সাথে নিয়ে সমাজ প্রগতির অংশীদার হতে চাই। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, বোয়ালখালী পৌর মেয়র জহিরুল ইসলাম জহুর, ওয়ার্ড আওয়ামী লীগের এড. আইয়ুব খান, সাইফুদ্দিন খালেদ সাইফু, মো. ঈসা, মহিলা আওয়ামী লীগের মালেকা চৌধুরী প্রমুখ।












