নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে থাকছেন না মাচাদো

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

এ বছর শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো বুধবার নরওয়ের অসলোতে অনুষ্ঠেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নিচ্ছেন না। খবর বিডিনিউজের।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউটএর পরিচালক এ খবর জানিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, মাচাদোর বর্তমান অবস্থান জানা নেই। ৫৮ বছর বয়সী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদোর নরওয়ের অসলো সিটি হলে আয়োজিত নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার নেওয়ার কথা ছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকার কথা রয়েছে, নরওয়ের রাজা হ্যারল্ড, রানি সোনজা, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ও ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ারের মতো লাতিন আমেরিকার নেতাদের। অনুষ্ঠানটি বুধবার নরওয়ের স্থানীয় সময় বেলা একটায় শুরু হওয়ার কথা রয়েছে।

ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো সরকারের আরোপিত এক দশকের ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাচাদো নোবেল পুরস্কার নিতে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এক বছরের বেশি সময় ধরে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে রয়েছেন। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল সমপ্রতি বলেছিলেন, মাচাদো পুরষ্কার নিতে দেশ ছাড়লে তাকে পলাতক ঘোষণা করা হবে। তবে মাচাদো এই হুমকি উপেক্ষা করেই নোবেল পুরস্কার নিতে যাবেন বলে জানিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৯.৯১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণে হতাহত ২ শিক্ষার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার