মধ্য আমেরিকার দেশ কোস্টারিকার সাবেক প্রেসিডেন্ট, নোবেল শান্তি পুরস্কারজয়ী অস্কার আরিয়াস তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন। প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার কয়েক সপ্তাহ পর মার্কিন কর্তৃপক্ষ তাকে ভিসা বাতিলের এ খবর দিয়েছে, বলেছেন তিনি। ফেব্রুয়ারিতে আরিয়াস রোমান সম্রাটের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনা টেনেছিলেন। কী কারণে ভিসা বাতিল হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ তার কোনো ব্যাখ্যা দেয়নি বলে ৮৪ বছর বয়সী আরিয়াসের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মধ্য আমেরিকায় সংঘাত থামাতে অনন্য ভূমিকার জন্য কোস্টারিকার এ সাবেক প্রেসিডেন্টকে ১৯৮৭ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিলেন, সেই কর্মের সাজাস্বরূপও যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে, ইঙ্গিত আরিয়াসের। কোস্টারিকার রাজধানী সান হোসেতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কী কারণে ভিসা বাতিল হল সে সম্বন্ধে ‘কোনো ধারণা’ নেই তার। “যুক্তরাষ্ট্রের সরকার কেবল কয়েক লাইনের চাঁছাছোলা একটি ইমেইলে ভিসা বাতিলের কথা জানিয়েছে,” বলেছেন তিনি। তার আন্দাজ, প্রেসিডেন্ট ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ই এ সিদ্ধান্ত নিয়েছে। কী কারণে ভিসা বাতিল হয়েছে সে সম্বন্ধে অনুমান করতে বলা হলে তিনি বলেন, “আমি চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলাম, এটা অবশ্য পুরো দুনিয়া জানে।”