কে রাখে কার খবর
নিত্য যেখানে খুঁড়ে কবর,
আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি, নৃশংসতায়
মুখ থুবড়ানো মানবতার ঘর।
আঁধারে কাঁদে রক্তাক্ত প্রাণ,
রক্ষাকর্তা যারা তারাই হন্তারক
এক হাতে শান্তির আতর
অন্য হাতে বিস্ফোরক,
ছড়ায় বিষাক্ত ঘ্রাণ।
কোনো কচিমুখও করতে পারে না হিংস্রতা বন্ধ,
লোভ লালসা অহংকারে
সবাই মূক, বধির, অন্ধ।
আর কতকাল বাজবে এই দামামা,
বইয়ের মলাটে বন্দি শান্তির নোবেলনামা।