নোঙর করা লাইটারেজ জাহাজে ডাকাতের হানা

তিনজনকে ছুরিকাঘাত করে টাকা ও মালামাল লুট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জানুয়ারি, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

দেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন রুটে ডাকাতির ঘটনা আশংকাজনক হারে বেড়ে গেছে। সর্বশেষ গতকাল বুধবার বিকেলে নোঙর করা একটি লাইটারেজ জাহাজে হানা দিয়ে জাহাজের মাস্টার ও দুইজন স্টাফকে ছুরিকাঘাত করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুটের ঘটনা ঘটেছে।

সূত্র জানিয়েছে, গতকাল বিকেলে এমভি আবু আনছারী নামের লাইটারেজ জাহাজ শেওরা বয়ার ডাউনে নোঙর করা ছিল। ওই সময় একদল ডাকাত জাহাজটিতে চড়াও হয়ে নাবিকদের জিম্মি করে। তারা জাহাজটির মাস্টার এবং দুইজন স্টাফকে ছুরিকাঘাত করে নগদ ৮০ হাজার টাকা, দুইটি মোবাইল ফোন, বিভিন্ন মালামাল, কাপড়চোপড়, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা এবং বাজার সদাই নিয়ে চলে যায়।

এর আগে দিনতিনেক আগে এমভি ওশন স্টার নামের অপর একটি জাহাজে ডাকাতি হয়। জাহাজটি চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে ঢাকায় যাওয়ার পথে ডাকাতদের কবলে পড়ে। এমভি ওশন স্টারও নোঙর করা অবস্থায় ডাকাতেরা হানা দেয়। তারা নাবিকদের জিম্মি এবং মারধর করে জাহাজ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যায়।

নাবিকদের পক্ষ থেকে অভ্যন্তরীণ নৌ রুটের নিরাপত্তা বাড়ানোর দাবিতে ইতোপূর্বে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

পূর্ববর্তী নিবন্ধমেরিটাইম সিঙ্গেল উইন্ডো করবে চট্টগ্রাম বন্দর
পরবর্তী নিবন্ধএস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক