সাহিত্যে শিল্পের পাশাপাশি মানুষের অধিকার, সাম্য, বাকস্বাধীনতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান থাকতে হবে। সাহিত্য শুধু শিল্পের জন্য শিল্প হলে চলবে না। বিশ্বব্যাপী চলমান রাজনৈতিক এবং ক্রুসেডিয়ীয় হত্যাযজ্ঞ, মানুষের বাস্তুচ্যুতি এবং মানবিক বোধের বিপরীতে সকল অন্যায্যতা লেখকের লেখনীতে বাঙময় হয়ে উঠতে হবে। নচেৎ সাহিত্য কাগুজে কথামালা বই মানুষের অধিকারের ব্যঞ্জনা হয়ে উঠতে পারবেনা। সাহিত্য– শিল্প–সংস্কৃতি বিষয়ক লিটল ম্যাগাজিন নোঙর আয়োজিত মাসিক সাহিত্য আড্ডায় বক্তারা একথা বলেন। কবি মোহাম্মদ তোয়াহার সভাপতিত্বে ও আবু সাঈদ হাননান ও হানিফ মজুমদারের পরিচালনায় আড্ডায় ছিলো লেখা পাঠ আলোচনা আবৃত্তি এবং মুক্তালোচনা। স্বরচিত লেখা পাঠ করেন কবি জসিম উদ্দিন মনছুরি, মুহাম্মদ নিজামুদ্দিন,আরমানুজ্জামান, কাজী সাইফুল হক, ইসমাইল চৌধুরী, মাঈন উদ্দিন জাহেদ, সৈয়দ আহমদ শামীম, শামস সাইমুম, হানিফ মজুমদার। পঠিত লেখার উপর আলোচনায় অংশ নেন এম আজিজুল হক, মোস্তফা হায়দার, আরমানুজ্জামান প্রমুখ।
মাঈন উদ্দিন জাহেদ, সৈয়দ আহমদ শামীম, আবু সাঈদ হাননান, শামস সাইমুম, আমজাদ ইউনুস প্রমুখ। কবি মরহুম মুকুল চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন কবি মাঈন উদ্দিন জাহেদ।উপস্থিত ছিলেন আব্দুল হক, মুহাম্মদ কামাল উদ্দিন, এমরান হোসেন এবং আকবর খান। আড্ডাটি পাঁচলাইশস্থ মাটি মিলনায়তনে ২৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।