নোংরা পরিবেশে লাড্ডু ও শনপাপড়ি তৈরি

২০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:০৯ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় নোংরা পরিবেশে লাড্ডু ও শনপাপড়ি তৈরি করায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বায়তুল ইজ্জত আমতলা এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। স্থানীয় সূত্রে জানা যায়, বায়তুল ইজ্জত আমতলা এলাকায় অনুমোদন বিহীন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাড্ডু এবং শন পাপড়িসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপাদন করার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নোংরা পরিবেশে লাড্ডু এবং শনপাপড়ি তৈরি করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগরের শামসুল হকের ছেলে কবির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটিসিবির জন্য কেনা হবে ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল
পরবর্তী নিবন্ধশিক্ষা ব্যবস্থায় নকলের প্রবণতা হ্রাস