নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন করায় হাটহাজারীতে লাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৪ এপ্রিল, ২০২১ at ৫:১৩ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে। আজ শনিবার (২৪ এপ্রিল) পৌরসভা সদরে অবস্থিত ত্রিবেনী মিষ্টি ভাণ্ডার নামক বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) শরীফ উল্লাহ জানান, আজ শনিবার ত্রিবেণী মিষ্টি ভাণ্ডারে অভিযান পরিচালনা করতে গিয়ে দেখা যায় সেখানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন করা হচ্ছে, ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে।
তাই তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উক্ত বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা করেন।
তিনি জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধকরোনা পরীক্ষায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্ট চালু