নোংরা পরিবেশে বাসি খাবার, পাঁচলাইশে রেস্টুরেন্টকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন চিটাগং শপিং কমপ্লেক্স সংলগ্ন ‘সাকিব রেস্টুরেন্ট এন্ড ইন্ডিয়ান ফুডস’কে নানা অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

অভিযানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াজাতকরণ, খাবারে অনুমোদনহীন কেমিক্যাল ব্যবহার করা, ভাতসহ বিভিন্ন বাসি খাবার পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণের কারণে ‘সাকিব রেস্টুরেন্ট এন্ড ইন্ডিয়ান ফুডস’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকার বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধইউসিটিসির যন্ত্রপ্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের বিটাক পরিদর্শন
পরবর্তী নিবন্ধমোহরা আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ