নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন নবাব বাড়ি রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ ডিসেম্বর, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

নগরীর আকবার শাহ এলাকায় নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাবারে অনুমোদনহীন রং ব্যবহার করার অপরাধে নবাব বাড়ি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের দায়ে নুসাইবা ফার্মেসীকে দুই হাজার টাকা, আশ শেফা মেডিসিনকে ১০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই নোংরা পরিবেশে পানি বোতলজাতকরণ ও বিক্রয়ের জন্য সংরক্ষণের দায়ে রুবেল ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় এ অভিযান চলে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য আমরা নিয়মিত অভিযান চালাই। সোমবার (গতকাল) আকবার শাহ এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়, সংরক্ষণ, খাদ্যে অননুমোদিত রং ব্যবহার, অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, বিএসটিআইয়ের লাইসেন্স ব্যতিরেখে পানি বোতলজাত করণের অভিযোগে চার প্রতিষ্ঠানকে এক লক্ষ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালদ্বীপ থেকে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশিল্পপতি আবদুস সালামের মায়ের দাফন সম্পন্ন