নৈরাজ্যকারীদের কঠোর হস্তে দমন করা হবে

সীতাকুণ্ড প্রতিবাদ সমাবেশে এমপি মামুন

সীতাকুণ্ড প্রতিনিধি  | সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:২৫ পূর্বাহ্ণ

কোটা আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা চালানো বিএনপি ও স্বাধীনতা বিরোধী জামায়াতশিবিরের নাশকতা ঠেকাতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সতর্কাবস্থানে ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। গতকাল রোববার মহাসড়কের পৌরসদর বাজার এলাকায় উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনের নামে চালানো নৈরাজ্য ঠেকাতে সাংসদ এস এম আল মামুনের নেতৃত্বে রাজপথে অবস্থান নেন। এসময় মহাসড়কের দক্ষিণ বাইপাস এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মহাসড়কের উত্তর বাইপাস এলাকা প্রদক্ষিণ করেন। বিক্ষোভ মিছিল শেষে পৌরসদর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য এস এম আল মামুন, উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম চৌধুরী রাজু, পৌর মেয়র বদিউল আলম, জেলা পরিষদ সদস্য আ,,, দিলশাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, আবুল কাশেম ওয়াহেদী, আবেদীন আল মামুন, অ্যাডভোকেট আজিজুল মান্নান জামশেদ,ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, নাজিম উদ্দিন, মনির আহমেদ, মোরশেদ আলম চৌধুরী, ছাদাকত উল্ল্যাহ মিয়াজী, রেজাউল করিম বাহার, সাইদুল ইসলাম, হাশেম ভূঁইয়া, সিরাজুল ইসলাম, দিদারুল আলম, ফজলে করিম চৌধুরী নিউটন, মো. শাহজাহান, আবেদিন আল মামুন, মো. শাহাবউদ্দিন, বেলাল উদ্দিন, জাহেদ হোসেন নিজামী, নাসির উদ্দিন চৌধুরী, ফেরদৌস আলম চৌধুরী, মাহবুব আলম, মো. সোহেল, আবাদুস সামাদ, মশিউর রহমান প্রমুখ। বিক্ষোভ সমাবেশে এস এম আল মামুন এমপি বলেন, সীতাকুণ্ডে সাধারণ মানুষের জান মালের নিরাপত্তায় প্রতিদিন মাঠে থাকবে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। সীতাকুণ্ডকে অশান্ত করার চেষ্টা করলে নেতাকর্মীরা তা প্রতিহত করবে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার জানান, সকাল থেকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের গ্রেফতার বন্ধসহ হত্যাকাণ্ডের বিচার দাবি
পরবর্তী নিবন্ধরাউজানে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী প্রতিবাদী মিছিল