নৈতিক সমাজ বিনির্মাণে দাওয়াতে খায়রের কার্যক্রম বিস্তৃত করতে হবে

দাওয়াতে খায়র বর্ষের মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপনিতে বক্তরা

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

দাওয়াতে খায়র কার্যক্রমকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে, দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির ব্যবস্থাপনায় এবং আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় গত ১ জানুয়ারি থেকে দাওয়াতে খায়র মুয়াল্লিম প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চট্টগ্রম জেলার দড় শতাধিক মুয়াল্লিম এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এসব মুয়াল্লিমগণ প্রত্যন্ত অঞ্চলে মসজিদভিত্তিক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করবেন, গাউসিয়া কমিটি তাদের সার্বিক সহযোগিতা করবেন। আগামী ১৫ জানুয়ারি থেকে চলবে দাওয়াতে খায়র মাসিক ইজতিমা আয়োজন।

দেশব্যাপী এই মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন সহজসাধ্য করতে আগামী ২৬ মার্চ থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী দ্বিতীয় ধাপের মুয়াল্লিম প্রশিক্ষণ কার্যক্রম। এ ছাড়া সমগ্র ২০২৬ সাল জুড়ে চলবে এর সাথে প্রাসঙ্গিক নানা কর্মসূচি। চট্টগ্রাম আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত মুয়াল্লিম প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মঞ্জুর আলম মঞ্জু, সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি ও দসওয়াত খায়র স্ট্যান্ডিং কমিটির সদস্য আলহাজ্ব কমর উদ্দিন সবুর, ক্যাবিনেট সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মোহাম্মদ হোসেন খোকন, আনজুমানজামেয়ার মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, দাওয়াতে খায়র প্রধান মুয়াল্লিম এবং আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মোহাম্মদ আবদুল মান্নান এবং দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুয়াল্লিম মাওলানা ইমরান হাসান, আবুল হাশেমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুরুতে এই প্রথম ধাপের প্রশিক্ষণে বাছাইকৃত দেড়শো প্রশিক্ষণার্থীকে অংশ গ্রহনের সুযোগ দেওয়া হয়েছে।

প্রধান অতিথি মঞ্জুর আলম বলেন, হুজুর কেবলার নির্দেশিত দাওয়াতে খায়ের এর কর্মসুচি দেশব্যপী ছড়িয়ে দিতে বছরব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ, ব্যাগসহ বিভিন্ন উপহার সামগ্রি প্রদান করেন প্রধান অতিথি ও সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ প্রকৌশলী হতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতাও প্রয়োজন
পরবর্তী নিবন্ধকোরআনের শাসনব্যবস্থার বিকল্প নেই