নৈতিক শিক্ষা মানুষের মানবিক চেতনার উন্মেষ ঘটায় : ভারপ্রাপ্ত মেয়র

| শনিবার , ৮ জুন, ২০২৪ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর বলেছেন, গীতা ও নৈতিক শিক্ষা মানুষের মানবিক চেতনার উন্মেষ ঘটায়। একজন পরিপূর্ণ মানুষে পরিণত হতে ধর্ম ও নীতি শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিশুদের ছোটবেলা থেকেই নীতিনৈতিকতা ও দেশপ্রেমের শিক্ষা দিতে অভিভাবক মহলকেও এগিয়ে আসতে হবে। গতকাল শুক্রবার সকালে বাগীশিক পরিচালিত গীতাধ্বনি সনাতন বিদ্যামন্দিরের শিক্ষার্থীঅভিভাবক সমাবেশ ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ও বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত। মঙ্গলদীপ প্রজ্বলন করেন কলাউজান বাসন্তীসুবল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন তপন কান্তি দাশ ও ফৌজদারহাট স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ সুমল কান্তি দত্ত।

বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, বাগীশিক কেন্দ্রীয় সংসদ উপদেষ্টা শম্ভুনাথ দাশ, সভাপতি ঝুন্টু চৌধুরী, সিনিয়র সহসভাপতি ডা. অঞ্জন কুমার দাশ, সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, সুমন নাথ, বাসুদেব চৌধুরী, তপন কান্তি নাথ, সুমিত্র শংকর আইচ ও অন্তর বণিক। এতে নৃত্য পরিবেশন করেন দীপা ঘোষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৌদ্ধ যুব পরিষদের বুদ্ধ পূর্ণিমা উদযাপন
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য খাতের উন্নয়নে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার