চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল–হামিম ইনস্টিটিউটের উদ্যোগে দুই দিন ব্যাপী (১ ও ২ নভেম্বর) আয়োজিত হলো সিরাত প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সভাপতির বক্তব্যে আল–হামিম ইনস্টিটিউটের চেয়ারম্যান মোহম্মদ শাহ আলম বলেন, নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম বিনির্মাণে সিরাতচর্চার বিকল্প নেই। এছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন কাদেরী, আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা আনোয়ারুল হক আজহারি, আন–নাবিল ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. শোয়াইব রশিদ মক্কী, আল–হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, এস.এ ফ্যামিলির ডিজিএম এ এইচ এম শাহাদাত হোসাইন চৌধুরী, আন–নিসা একাডেমির প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, রাজাখালী বি ইউ আই কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ শহিদুল ইসলাম, আল–হামিম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল হাবীবুল্লাহ মিসবাহ, রেলওয়ে স্টেশন কলোনী স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ আজাদ হোসাইন, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার প্রাক্তন সিনিয়র শিক্ষক কামাল উদ্দিন এবং তাওহীদুল উম্মাহ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল নুর উদ্দিন। দুই দিনব্যাপী এই আয়োজনে আল–হামিমের শিক্ষার্থীরা হামদ, নাত, নাশিদ, কবিতা, বক্তব্যসহ অসংখ্য পারফর্মেন্স উপস্থাপন করে। এছাড়াও বিশাল হলরুমে প্রদর্শিত হয় প্রিয়নবি স. এর জীবনী বিষয়ক বিভিন্ন রেপ্লিকা, ৩উ মডেল, পোস্টার ব্যানার ও ইনফোগ্রাফি। প্রেস বিজ্ঞপ্তি।












