নৈতিকতা ও জীবনবোধ শেখাতে হলে সুকুমারবৃত্তি জাগানো জরুরি

বোধনের অনুষ্ঠানে বক্তারা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বোধনের অনুষ্ঠানে বক্তারা

বোধন আবৃত্তি স্কুলের অনির্বাণ ৬১তম আবর্তনের নবীনবরণে অতিথিরা বলেন, নৈতিকতা ও জীবনবোধ শেখাতে হলে সুকুমারবৃত্তি জাগানো জরুরি। গতকাল শুক্রবার নগরীর এনায়েতবাজারস্থ মহিলা কলেজে নবীনবরণে অতিথিরা এসব কথা। অতিথি ছিলেন, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও কবি অধ্যাপক অঞ্জন নন্দী, মেরিন সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সুযত পাল, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন, জীবনযুদ্ধে জয়ী হতে সবার আগে নিজেকে মানুষ হতে হবে। তাতে সমাজের অসুস্থ প্রতিযোগিতা যেমন দূরীভূত হবে তেমনি সমাজের অন্ধকার অবক্ষয় রোধে এ মানুষগুলোই অনস্বীকার্য ভূমিকা পালন করবে। বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, সহ সভাপতি সুবর্ণা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। উপস্থাপনায় ছিলেন, শ্রাবণী মজুমদার ও অরুন্ধতী কর।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন লিমা চৌধুরী, লিংকন বিশ্বাস, সুচয়ন সেনগুপ্ত, ডেইজি চৌধুরী, জলিল উল্লাহ, ত্রয়ী দে, ঋত্বিকা নন্দী, রাফিয়াতুন নূর সানজানা রিহা, শ্রেষ্ঠ বিশ্বাস, কৌশিকী চৌধুরী, সুহিতা দে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিহারে প্রার্থনা করতে গিয়ে বৃদ্ধা ফিরলেন লাশ হয়ে
পরবর্তী নিবন্ধউখিয়ায় পাহাড় চাপায় রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু